গোটা ইউক্রেন জুড়ে জারি যুদ্ধ। তার মাঝেই বেলারুশে আলোচনা শুরু রাশিয়া ইউক্রেনের। যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা করতে সেখানে দু-দেশের প্রতিনিধিরা হাজির হয়েছেন। স্বাভাবিক ভাবেই আলোচনার শেষে যুদ্ধের ভবিষৎ নিয়ে দুই দেশ কী বার্তা দেয়, সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব।
এদিকে আলোচনার স্থান নিয়েও কয়েকদিন টানাপোড়েন হয় রাশিয়া-ইউক্রেনের মধ্যে। রাশিয়া প্রস্তাব দেয়, আলোচনা করতে হলে বেলারুশকে বৈঠকের স্থান হিসেবে নির্বাচন করতে হবে। অন্যদিকে প্রথমে রাশিয়ার এই প্রস্তাবে রাজি হয়নি ইউক্রেন। তাদের দাবি, বেলারুশের সীমান্তের কাছে রাশিয়ার সেনা বাহিনী রয়েছে। আগে তা প্রত্যাহার করুক রাশিয়া। অবশেষে রাশিয়ার প্রস্তাবে রাজি হয়ে বেলারুশে হাজির হয় ইউক্রেনের প্রতিনিধিরা। প্রতিনিধিদের মধ্যে রয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেইকসি রেজনিকোভ।
এদিকে, এদিনও আলোচনার আগে রুশ সৈনবাহিনীকে অস্ত্র প্রত্যাহার করে রাশিয়া ফিরে যাওয়ার কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি বলেন, আলোচনা শুরুর আগে যুদ্ধবিরতির ঘোষণা করুক রাশিয়া।
উল্লেখ্য গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। বর্তমানে ইউক্রেনের রাজধানী কিয়েভ-ও ঢুকে পড়েছে রুশ বাহিনী। এর মধ্যে রাষ্ট্রপুঞ্জ একটি বিবৃতি জারি করে দাবি করেছে, রুশ হামলায় এখনও পর্যন্ত ১০২ জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছে। নিহিতদের মধ্যে সাত জন শিশু রয়েছে।
Comments are closed.