প্রত্যাশা ছিলই। এবার সেই মতোই রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করল চিন। আমেরিকা সহ ইউরোপের অন্যান্য দেশ রাশিয়ার উপরে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু চিনের তরফে পরিষ্কার জানানো হয়েছে, তারা রাশিয়ার উপরে কোনও প্রকার নিষেধাজ্ঞা চাপাচ্ছে না।
বুধবার চিনের ব্যাংকিং ও বীমা পরিষেবার চেয়ারম্যান গুয় সুকিং সংবাদ মাধ্যমকে জানান, রাশিয়ার উপরে কোনও নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে না। আগের মতোই বাণিজ্য সহ অন্যান্য লেনদেন চলবে। এখানেই শেষ নয়, চিনের তরফে আরও দাবি করা হয়েছে আমেরিকা সহ ইউরোপের দেশগুলি মস্কোর উপরে যে নিষেধাজ্ঞা চাপিয়েছে তা এক তরফা এবং আইনত ভিত্তিহীন।
আন্তর্জাতিক মহলের মতে, চিন যে রাশিয়াকে সমর্থন করবে তা এক প্রকার নিশ্চিত ছিল। তবে প্রকাশ্যে এভাবে বিবৃতি দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এই আবহে বর্তমানে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, ভারত কোন পক্ষে?
উল্লেখ্য, সম্প্রতি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনে আমেরিকা। ওই প্রস্তাবে ভোট দান থেকে বিরত থাকে ভারত, চিন ও সংযুক্ত আরব আমিরশাহী। রাষ্ট্রসংঘে ভারতের অবস্থানের প্রশংসা করেছিল মস্কো। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট সম্প্রতি ভারতের কাছে রাজনৈতিক সহায়তা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন।
Comments are closed.