নেট মাধ্যমে ঘোরাফেরা করছে এক মহিলা অটো চালকের ছবি। ইতিমধ্যেই নেটাগরিকদের প্রশংসা কুড়িয়েছেন এই মহিলা অটোচালক। তাঁকে কুর্নিশ জানিয়েছেন কয়েক লক্ষ মানুষ। কারণ তিনি এলাকার মহিলা ও প্রবীণদের বিনামূল্যে গন্তব্যে পোঁছে দেন। কেরলের বাসিন্দা এই মহিলা অটো চালকের নাম রাজি অশোক।
৫০ বছরের রাজি অশোক গ্রাজুয়েশন করেছেন। এরপর চাকরির চেষ্টা করেন তিনি। কিন্তু চাকরি না পেয়ে নিজেই কিছু করার সিদ্ধান্ত নেন। সংসার চালানোর জন্য অটো চালানো শুরু করেন। একজন মহিলা হিসেবে তিনি মহিলাদের সাহায্য করার জন্য তিনি এগিয়ে আসেন। তাই বিনামূল্যে তিনি মহিলাদের ও প্রবীণদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেন। কেরলের বাসিন্দা হলেও কাজের জন্য রাজী চলে চেন্নাইতে চলে আসেন। তাঁর স্বামীও একজন অটো চালক। ২৩ বছর ধরে অটো চালাচ্ছেন রাজী। এখনও পর্যন্ত তিনি প্রায় ১০ হাজারের বেশি মহিলাকে বিনামূল্যে অটো পরিষেবা দিয়েছেন। তবে শুধুমাত্র মহিলা ও প্রবীণ নাগরিক নয়, রাজী জরুরী পরিষেবাতেও বিনামূল্যে অটো চালান।
সংবাদ সংস্থাকে রাজী জানিয়েছেন, অটো চালিয়ে প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা রোজগার করা যায়। তাই স্বল্প টাকায় ব্যবসা শুরু করতে গেলে এটা ভালো উপায়।
Comments are closed.