আরও জটিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি! ন্যাটোর বৈঠকে যোগ দিতে ইউরোপ সফরে বাইডেন 

রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি এবার বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে চলেছে? সম্প্রতি পাওয়া একটি খবরে তেমনই ইঙ্গিত দিচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের একাংশ। সংবাদ সংস্থা সূত্রে খবর, ইউরোপে ন্যাটো জোটের প্রতিনিধি দেশগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই উদ্দেশ্যে খুব শীঘ্রই ইউরোপ সফরে আসছেন তিনি। তাৎপর্যপূর্ণ বিষয়, অনেকের মতে রাশিয়ার বিরুদ্ধে এবার সরাসরি সামরিক অভিযানে নামা নিয়েও ন্যাটো আলোচনা করতে পারে। 

আগামী ২৩ মার্চ বেলিজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠকে বসছে ন্যাটোর সদস্য দেশগুলি। ওই বৈঠকে যোগ দিতে ইউরোপে আসছেন বাইডেন। পর্যবেক্ষকদের একাংশের মতে, ন্যাটো এতদিন যুদ্ধে অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করেছে। বার বার আবেদন সত্ত্বেও ন্যাটোর অন্যতম সদস্য দেশ আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে সরাসরি কোনও সামরিক অভিযান করেনি। আমেরিকা তরফে একাধিকবার বিবৃতি দিয়েও জানানো হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে সরাসরি কোনও পদক্ষেপ নেওয়া মানে তা বিশ্বযুদ্ধের সম্ভবনাকে উস্কে দেওয়া। কিন্তু ন্যাটোর বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ করা নিয়েই আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। যা থেকে এটা মনে করা হচ্ছে, ন্যাটো সরাসরি এরকম কোনও পদক্ষেপ নিলে তা আসলে বিশ্বযুদ্ধেরই রূপ নেবে। 

এদিকে ইউক্রেনের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণের ঝাঁজ বাড়িয়ে চলেছে রাশিয়া। কার্যত সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে পুতিন বাহিনী। এই আবহে ন্যাটোর বৈঠকে কী সিদ্ধান্ত হয়, এখন সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ববাসী। 

Comments are closed.