নৈহাটির ‘বড়মা’কে দান করা ফল বিতরণ ৬টি হাসপাতালের রোগীদের মধ্যে

নৈহাটির বড়মার পুজো দেখতে প্রতি বছরের মতন এই বছরেও ভক্তদের উপচে পড়া ভিড় ছিল। সোমবার কালীপুজোর রাত ও মঙ্গলবার রাতে কয়েক লক্ষ ভক্ত সমাগম হয় সেখানে। পুজোর পর বড়মার উদ্দেশ্যে দান করা সব ফল বিতরণ করল পুজো কমিটি। পুজোয় মাকে যেসব ফল দান করেছিলেন ভক্তরা, তা বিতরণ করা হল ৬টি হাসপাতালের রোগীদের হাতে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল সহ ৬টি হাসপাতালের রোগীদের হাতে দান করা ফল তুলে দেওয়া হয়। শুধু ফল নয়, বড়মাকে দান করা শাড়ি, মিষ্টি সব বিতরণ করা হয় গরিবদের কাছে। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নৈহাটির বড়মাকে জাগ্রত বলে মনে করেন অসংখ্য ভক্ত। তাই প্রতি বছর বড়মাকে পুজো দিতে আসেন লক্ষ লক্ষ মানুষ। ফল, মিষ্টি, শাড়ি নিয়ে মায়ের পুজো দেন ভক্তরা। আর পুজোর পর সেইসব শাড়ি, মিষ্টি, ফল স্থানীয় গরিবদের মধ্যে বিতরণ করা হয়। পুজো কমিটির মতে গরিবদের মধ্যেই রয়েছেন বড়মা। পুজোর ফল পেয়ে খুশি রোগীরা। রোগীদের মতে হাসপাতালে বসে মায়ের প্রসাদ পাওয়া সম্ভব হয়না। আর বড়মার প্রসাদ পেয়ে খুব ভালো লাগছে।

এই বছর গঙ্গার ঘাট থেকে দন্ডী কেটে বড়মার মন্দির পর্যন্ত আসতে দেখা যায় অনেককেই। বড়মাকে পড়ানো হয় সোনার অলংকার। যা দেখতে ভিড় জমান হাজার হাজার মানুষ। কালী পুজো উপলক্ষে নৈহাটি জুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।

Comments are closed.