রাজ্যে নারী সুরক্ষায় আরও একধাপ এগিয়ে গেল রাজ্য সরকার, এবার সব যাত্রীবাহী গাড়িতে লাগাতে হবে ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস
নারী সুরক্ষায় আরও একধাপ এগিয়ে গেল রাজ্য সরকার। আগামী ডিসেম্বরের মাসের মধ্যেই রাজ্যের সব ধরণের যাত্রীবাহী গাড়িতে প্যানিক বটম লাগু করার কথা জানানো হয়েছে। পরিবহণ দফতর জানিয়েছে, যে সব গাড়িতে এই পদ্ধতি লাগু করা হবে না, সেইসব গাড়ির ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের মধ্যে যেসব গাড়ি ব্যবসার কাজে ব্যবহার করা হয়, সেইসব গাড়িতে ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস অথবা ভিএলটিডি লাগানোর কথা আগেই জানিয়েছিল রাজ্য পরিবহণ দফতর।
এয়ার রাজ্যের সব যাত্রীবাহী গাড়িতেই এই নিয়ম লাগু করার কথা জানালো পরিবহণ দফতর। এইসব গড়িগুলির মধ্যে রয়েছে, সরকারি ও বেসরকারি বাস, ট্যাক্সি, ক্যাব ও অটো। রাজ্য পরিবহণ দফতর জানিয়ে দিয়েছ, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সবরকমের যাত্রীবাহী গাড়িতে প্যানিক ব্যাটন ও ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস( ভি এল টি ডি) লাগাতে হবে এবং তা সচল আছে কিনা দেখতে হবে। যাত্রীদের নিরাপত্তা ও বিশেষ করে নারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে পরিবহণ দফতরের তরফে।
উল্লেখ্য, দিল্লিতে নির্ভয়াকাণ্ডের পর কেন্দ্র সরকার সব রাজ্যগুলিকে যাত্রীবাহী গাড়িগুলির ওপর নজর রাখার নির্দেশ দিয়েছিল। সেইসময় কেন্দ্র সরকার জানায়, সব গাড়িতে প্যানিক বটম ও ভিএলটিডি লাগাতে হবে। সেইমত রাজ্য সরকার প্রস্তুতি শুরু করে দেয়। মাঝে কোভিডের কারণে সেই নিয়ম চালু হতে দেরি হয়ে যায়। কিন্তু এবার তা বলবৎ করতে চলেছে রাজ্য সরকার।
Comments are closed.