আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক হুগো লরিস। ৩৬ বছর বয়সেই তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন। এখন ইংল্যান্ডের ক্লাব টটেনহ্যাম হটস্পারে খেলেন হুগো লরিস। ১৮ ডিসেম্বর বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার কাছে ৪-২ গোলে পরাজিত হয় ফ্রান্স।
অবসর নিয়ে লরিস জানান, আমি আন্তর্জাতিক কেরিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি সবটুকু ভালো আমি খেলায় দিয়েছি। বিশ্বকাপের পর থেকেই অবসর নিয়ে চিন্তা ভাবনা করছিলেন তিনি। অবসর নেওয়ার পর তিনি এও জানান, আমার পরবর্তী গোলকিপার তৈরি রয়েছেন। হুগোর পরবর্তী গোলকিপার মাইক মাইগানান। অবসরের পর পরিবার ও সন্তানদের সময় দিতে চান তিনি বলেই জানিয়েছেন। এর আগে বিশ্বকাপের জাতীয় দল থেকে অবসর নেন ফ্রান্সের স্ট্রাইকার করিম বেঞ্জেমা।
২০০৮ সালে উরুগুয়ের বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচে অভিষেক হয় হুগো লরিসের। জাতীয় দলের হয়ে তিনি ১৪৫ টি ম্যাচ খেলেছেন। এরমধ্যে ১২১ টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে জয়ী হয় ফ্রান্স। এই বিশ্বকাপ জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হুগো লরিসের। ২০২৪ সালে ইউরো কাপের যোগ্যতা অর্জনের খেলা শুরু হবে আড়াই মাস পর থেকে। ইউরো যোগ্যতা অর্জনের ক্ষেত্রে ফ্রান্সের গ্রুপে রয়েছে জিব্রাল্টার, গ্রিস, নেদারল্যন্ড ও আয়ারল্যান্ড।
Comments are closed.