৮০০ গোলের মাইল ফলক ছুঁয়েছেন। যদিও ক্লাব ফুটবলে পিএসজি’র সমর্থকদের কাছে ইদানিং তাঁকে কটাক্ষ শুনতে হয়েছে। পিএসজি’র সঙ্গে সম্পর্ক নিয়ে যখন ফের গুঞ্জন শুরু হয়েছে, এর মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বার্সেলোনার সভাপতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বার্সার সভাপতি জোয়ান লাপোর্তা জানিয়ে দিলেন, মেসির জন্য তাঁর ক্লাবের দরজা সবসময়ই খোলা রয়েছে। আর যা নিয়েই ফের একবার মেসির ক্লাব বদল নিয়ে জল্পনা শুরু হয়েছে।
এক সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, মেসি এখন পিএসজি’তে আছেন। ওঁর প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। লিও নিজেও জানে ও সবসময় বার্সার হৃদয়ে রয়েছে। মেসিকে ছাড়া আমরা মোটেও সন্তুষ্ট নই। ওঁর সঙ্গে ক্লাবের সম্পর্ক ভালো করার সব রকমের রাস্তা আমরা খুঁজছি। মেসিও জানে, ওঁর জন্য সবসময় বার্সার দরজা খোলা।
বার্সার সভাপতির মন্তব্যের পরেই ফুটবল মহলে জল্পনা শুরু হয়েছে। তবে কি মেসি’কে সত্যিই ফের একবার তাঁর পুরোনো ক্লাবের জার্সিতে দেখা যাবে? যদিও এ’নিয়ে মেসির তরফে কিছু জানা যায়নি।
উল্লেখ্য, ফুটবলপ্রেমী মাত্রই জানেন, মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্ক। মেসি এবং বার্সেলোনা যেন কার্যত মিশে গিয়েছিল। ২০২১ সালে এই বার্সেলোনাকেই চোখের জলে বিদায় জানিয়ে পিএসজি’তে সই করেন লিও। মাঝে বিশ্বকাপ জয়ী হয়েছেন। এরপরে লিও যদি সেই বার্সাতেই ফিরে আসেন, তা মেসি ভক্তদের জন্য নিঃসন্দেহে একটি খুশির খবর হবে।
Comments are closed.