লাল হলুদ ভক্তদের জন্য খুশির খবর; বার্সেলোনার সেরার তালিকায় এবার ইস্টবেঙ্গল

ফুটবল বিশ্বের সেরা ক্লাবের তালিকায় এবার ঠাঁই হল ইস্টবেঙ্গলেরও। লাল হলুদ ভক্তদের কাছে একটি গর্বের মুহূর্ত। এবং ইস্টবেঙ্গলকে এই স্বীকৃতি দিয়েছে বিশ্বের আরেক প্রথম সারির ক্লাব বার্সেলোনা। 

সম্প্রতি বার্সেলোনার ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছে ক্লাব কর্তৃপক্ষ। যেখানে বিশ্বের সেরা ক্লাবগুলোর লোগো দেখা যাচ্ছে। আর সেই লোগোগুলোর মধ্যেই দেখা মিলল ইস্টবেঙ্গল ক্লাবের লোগো। যা নিয়ে উচ্ছাস প্রকাশ করেছে ইস্টবেমঙ্গলের ক্লাব কর্তৃপক্ষও। ক্লাবের তরফে জানানো হয়েছে, বার্সেলোনার মতো এক ক্লাবের কাছ থেকে এই সম্মান পাওয়া ইস্টবেঙ্গলের কাছে রীতিমতো গর্বের। দেশ বিদেশে ইস্টবেঙ্গলের অসংখ্য ভক্ত ছড়িয়ে রয়েছেন। তাঁদেরকেও এই খবর গর্বিত করবে। 

নামী ক্লাবগুলোর যে লোগো রয়েছে, তাতে দেখা যাচ্ছে বায়ার্ন মিউনিখ, চেলসি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, ম্যাঞ্চেষ্টার সিটির মতো তাবড় তাবড় নাম। আর সেই তালিকায় দেখা যাচ্ছে ইস্টবেঙ্গলকে। এই খবর প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমেও সেই বহু পরিচিতি ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান লড়াই শুরু হয়েছে। এই বিশেষ দিনে সবুজমেরুন শিবিরকে খোঁচা দিতে ছাড়েনি ইস্টবেঙ্গল ভক্তরা। অনেকেই বলছেন, লোগোগুলোর মধ্যে মোহনবাগানকে দেখা যাচ্ছে নাতো। পাল্টা জবাব দিয়েছে সবুজমেরুন ভক্তরাও।  

Comments are closed.