বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জের, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস 

বর্ষা শুরু হলেও দক্ষিণবঙ্গে সেই অর্থে বৃষ্টির দেখা মেলেনি। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তাতে করে অস্বস্তি কমেনি। তবে এবার কিছুটা আশার খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। রবিবার থেকেই সেটি হয়েছে আরও শক্তিশালী। যার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সহ পাশের রাজ্য ওড়িশা এবং ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্তের কারণেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভবনা রয়েছে। মূলত উপকূলের জেলাগুলোতেই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে হাওয়া অফিস জানিয়েছে।

উপকূলের জেলাগুলোর ধারাবাহিক বৃষ্টির সম্ভবনা রয়েছে। এর মধ্যে পূর্ব ও পশ্চিম মেদনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে রাজ্যের বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। সোমবার সকাল থেকেই কলকাতা ও আশেপাশের জেলাগুলোতে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হলেও তার পরিমান হালকা থেকে মাঝারি থাকবে বলেই জানানো হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে মূলত মেঘলা আকাশই থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না।

Comments are closed.