‘ইউপিএ’ নয়, বিজেপি বিরোধী জোটের নাম হল ‘ইন্ডিয়া’ 

আগে থেকেই জল্পনা ছিল। বেঙ্গালুরুর বৈঠকে তাতেই সিলমোহর পড়ল। বিজেপি বিরোধী ২৬টি দলের জোটের নাম রাখা হল দেশের নামে। ‘ইন্ডিয়া’। এদিন বৈঠক শেষে ঘোষণা করা হয়, ইউপিএ জোটের বদলে এবার নতুন একটি মঞ্চে বিরোধীরা একত্রিত হতে চলেছে। এবং সেই সঙ্গে এদিন এও ঘোষণা করা হয়, বিরোধী জোটের পরবর্তী বৈঠক হতে চলেছে মহারাষ্ট্রে।

জোটের নাম ইন্ডিয়া রাখা হয়েছে। জোটের তরফে জানানো হয়েছে, ইন্ডিয়া নামের ব্যাখ্যা হল, ইন্ডিয়া’ (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়ান্স)। 

নাম বদল হলেও বিরোধী জোটের চেয়ার পার্সন কে হবেন, তা নিয়ে এদিন কিছু ঘোষণা করা হয়নি। এর আগে ইউপিএ-এর চেয়ারপার্সন ছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তবে এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে জানিয়েছেন, বিরোধী জোটের ১১ সদস্যের একটি সম্বনয় কমিটি গঠন করা হবে। জোটের কর্মসূচি নিয়ে মহারাষ্ট্র বৈঠকেও বিস্তারিত আলোচনা করা হবে

Comments are closed.