রবিবারও ভোর রাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ। তবে সপ্তাহের শুরুতে আশঙ্কার খবর দিল আবহাওয়া দফতর। সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। বর্ষা কার্যত বিদায়ের পথে। বৃষ্টি কমার জেরে তাপমাত্রাও কিছুটা বাড়বে সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে অদ্রতাজনিত অস্বস্তিও।
আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্য জুড়ে আজও মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে পার্বত্য এলাকার-সহ উপরের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কয়েক দিন।
এদিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দু’এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে সেটা আগের দু’দিনের মতো নয়। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বলেই জানা গিয়েছে। শুক্রবারের মধ্যে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে।
উল্লেখ্য, গত সপ্তাহে মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা। যার ফলে তাপমাত্রাও কিছুটা কমায় প্যাচপ্যাচে গরমের হাত থেকে রেহাই মিলেছিল খানিকটা। যদিও পুজোর মুখে বৃষ্টি হওয়ায় তা পুজোর কেনাকাটাতেও বেশ প্রভাব ফেলেছিল।
Comments are closed.