দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবহাওয়াবিদদের অনুমান, আগামী ২৯ তারিখ এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এবং ৪৮ ঘন্টার মধ্যে শক্তি বাড়িয়ে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপরে গতিপথ পাল্টে এটির অভিমুখ উত্তর বঙ্গোপসাগরের হতে পারে। যার প্রভাব পড়বে বাংলার আবহাওয়ায়।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, সপ্তাহান্তে উপকূলের জেলাগুলোতে আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাবে। উপকূলের বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি মিটলে ফের একবার শীত বাড়বে। যদিও নিম্নচাপের জেরে মেঘাচ্ছন্ন থাকায় পারদ পতন কিছুটা ধাক্কা খাবে।
এদিকে পশ্চিমের জেলাগুলোতে শীতের আমেজ বেশি রয়েছে। শীত পড়ার অনুকূল পরিস্থিতিই রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। ইতিমধ্যেই পুরুলিয়া বাঁকুড়া সহ কয়েকটি জেলায় তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রির ঘরে রয়েছে। কয়েকদিনের মধ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলে হাওয়া অফিস জানিয়েছে।
উত্তরবঙ্গেও শীতের অনুকূল পরিস্থিতিই থাকছে। মেঘমুক্ত আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে পশ্চিমী ঝঞ্জার প্রভাবে ডিসেম্বরের শুরুর দিকে দার্জিলিং, কালিমপঙ সহ পাহাড়ি জেলাগুলোতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
Comments are closed.