ইভিএমে বারবার একই চিহ্নে বোতাম টিপে গ্রেফতার এক ব্যক্তি

পুরভোটে ভোটকেন্দ্রের মধ্যে এক যুবক বারবার ইভিএমের বোতাম টিপছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য এই ভিডিও শেয়ার করে ভোটে রিগিংয়ের অভিযোগ তুলেছিলেন। এবার বড়তলা থানার পুলিশের হাতে ধরা পড়ল ওই যুবক। নাম গৌরব দাস। বাড়ি অরবিন্দ সরণিতে।

২৯ ডিসেম্বর কলকাতা পুরভোটের দিন সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, একটি যুবক ইভিএমে তৃণমূলের প্রতীক চিহ্নে বারবার বোতাম টিপছেন। এই ভিডিওকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তোলে বিজেপি। ভিডিওর সত্যতা যাচাই করেনি the bengal story. ভোটের ফলাফল ঘোষণার দিন বড়তলা থানায় এই নিয়ে একটি অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ গৌরব নামে ওই যুবককে গ্রেফতার করে। জেরায় গৌরব স্বীকার করেছে ভোট শুরুর আগে মকপোলের সময় তিনি ইচ্ছা করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটি তৈরী করেছিলেন।

পুরভোটে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছিল বিজেপি। এই নিয়ে বড়তলা থানা ঘেরাও করে সিপিএম, কংগ্রেস ও বিজেপি কর্মীরা। দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ চলে থানার সামনে। এরপর দ্রুত ব্যবস্থা নিয়ে গৌরবকে গ্রেফতার করে বড়তলা থানার পুলিশ।

Comments are closed.