বাকি পুরসভার ভোটের আগেই নতুন কমিটি ঘোষণা রাজ্য বিজেপির, বুধবার দিল্লি যাচ্ছেন সুকান্ত 

কলকাতা পুরভোটে প্রধান বিরোধী তৃণমূলের কাছে কার্যত দাঁড়াতেই পারেনি রাজ্য বিজেপি। ভোট শতাংশের নিরিখেও সিপিএমের থেকে পিছিয়ে গিয়েছে গেরুয়া শিবির। এই আবহে রাজ্যের বাকি পুরসভাগুলির ভোটের আগে নতুন করে সংগঠন সাজাতে চাইছে রাজ্য বিজেপির নেতৃত্ব। সূত্রের খবর, খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করবে দল। বুধবার সেই নিয়ে আলোচনা করতে দিল্লি যাচ্ছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার কেন্দ্রীয় নেতা বি.এল সন্তোষের সঙ্গে বৈঠক করবেন সুকান্ত মজুমদার। এই বৈঠকে থাকার কথা বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। নতুন কমিটি ঘোষণার কথা প্রাকশ্যে আসতেই জল্পনা শুরু হয়েছে কারা জায়গা পেতে চলছেন রাজ্য কমিটিতে। 

রাজ্যের বিজেপি নেতাদের একাংশ সূত্র খবর, নতুন কমিটিতে ‘দলবদলু’ নেতাদের নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হবে। তৃণমূল বা অন্য দল থেকে আসা বেশির ভাগ নেতাকেই রাজ্য কমিটিতে রাখা হবে না বলে খবর। পাশাপাশি দলের যাঁরা পুরোনো কর্মী এমন অনেকেই কমিটিতে জায়গা দেওয়া হতে পারে। প্রয়োজন পড়লে জেলা স্তরের নেতৃত্বকেও জায়গা দেওয়া হতে পারে। সেই সঙ্গে রাজ্য কমিটির কয়েকটি নাম জাতীয় স্তরেও জায়গা পেতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জিকে জাতীয় কমিটিতে কোনও পদ দেওয়া হতে পারে। সবমিলিয়ে বিজেপির নতুন কমিটিতে কারা জায়গা পাচ্ছেন এখন সেদিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল।   

Comments are closed.