বন্যেরা বনে সুন্দর, ১৬৫ কিমি ট্রেক করে স্নো লেপার্ডের ছবি তুললেন এক ফটোগ্রাফার, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

তুষারে ঢাকা পাহাড়ে একাকী তুষারচিতা

তুষারে ঢাকা সাদা পাহাড়ে একা বসে রয়েছে এক তুষারচিতা অথবা স্নো লেপার্ড। একা একা বসে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছে সে। আর এই দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন এক ফটোগ্রাফার। ওই ফটোগ্রাফার ১৬৫ কিমি ট্রেক করে ওপরে ওঠার পর দেখা পেয়েছে এই একাকী স্নো লেপার্ডের। এই ছবি এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে হইচই পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে।

মার্কিন চিত্রগ্রাহক কিত্তিয়া পওলস্কির ক্যামেরায় তোলা এই ছবি। নেপালের খুম্বু হিমবাহের ফ্যান্টম অ্যালিতে দাঁড়িয়ে তোলা হয়েছে এই ছবি। ১৬৫ কিমি ট্রেক করে ওপরে গিয়ে ছবি তোলার জন্য নেটিজেনদের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Kittiya Pawlowski (@girlcreature)

ইন্সটাগ্রামে কিত্তিয়া লিখেছেন, একটি তুষার চিতাবাঘ ফ্যান্টম অ্যালিতে একটি খাদের উপরে বসে রয়েছে। পূর্ণিমার আলোতে আর হেডল্যাম্পের প্রয়োজন হয়নি। আমার স্লিপিং ব্যাগ বরফের হালকা বৃষ্টিতে ভিজে। তুষার চিতাগুলি ভোর এবং সন্ধ্যার আশেপাশে দেখা যায়। ভোর ৪ টার দিকে আমি আমার বুট পরে ২৫ পাউন্ড ওজনের ক্যামেরা নিয়ে চললাম। বিশ্বের শীর্ষে দাঁড়িয়ে, ১০৩ মাইল ট্রেক করে স্নো লেপার্ডের সন্ধান পেলাম। লুপ্রা, এক ডজন মাটির ঘর নিয়ে একটি গ্রাম। যে গ্রামের খোঁজ পান কিত্তিয়া। লুপ্রার মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে পশুপালন করে আসছে। লিখেছেন কিত্তিয়া।

Comments are closed.