মনে হয় কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে! তাজপুর থেকে ‘সাবালক’ শুভেন্দুকে তোপ অভিষেকের

সাবালক কাজ করেনি বলে নাবালককে আসতে হয়েছে। নাবালককে এসে সাবালকের ব্যর্থতা দেখতে হচ্ছে! সেচমন্ত্রী কে ছিলেন সবাই জানেন। মুখ্যমন্ত্রী বলেছেন তদন্ত হবে। আমার মনে হয় কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে। শুভেন্দুর গড় তাজপুরে যশে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখতে গিয়ে নাম না করে হুঁশিয়ারি দিলেন অভিষেক ব্যানার্জি। 

ঘূর্ণিঝড় যশের তাণ্ডবে লণ্ডভণ্ড উপকূলবর্তী বাংলা। বুধবার অভিষেক ব্যানার্জি ঘুরে দেখেন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। বৃহস্পতিবার তৃণমূলের নম্বর টু ঘুরে দেখলেন পূর্ব মেদিনীপুর। যশের তাণ্ডব দেখতে দেখতে অভিষেক নাম না করে তীব্র আক্রমণ করেন অধিকারী পরিবারকে। রাজ্যপালের কাছে নালিশ জানিয়ে বেরিয়ে শুভেন্দু সাংবাদিকদের সামনে অভিষেকের করা মন্তব্যের জবাব দিতে চাননি। বলেছিলেন, নাবালকের কথার কোনও উত্তর দেব না। একই ভাবে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের প্রশ্নের জবাবও দেননি শুভেন্দু। সেক্ষেত্রে বিরোধী দলনেতা বলেন, সাড়ে ৩ বছর জেলে থাকা লোকের প্রশ্নের জবাব আমি দিই না। 

বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের তাজপুর সহ যশ বিদ্ধস্ত এলাকা ঘুরে দেখেন যুব তৃণমূল সভাপতি, কথা বলেন ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে। মানুষকে অভিষেক ব্যানার্জি বলেন, দুয়ারে ত্রাণ শুরু হয়েছে। প্রত্যেকে সেখানে ক্ষয়ক্ষতির কথা নথিবদ্ধ করুন। মমতা ব্যানার্জির সরকার মানুষের পাশে আছে। তৃণমূলও মানুষের পাশে থাকবে।

পাশাপাশি অধিকারীদের দিকে অভিষেক ব্যানার্জির তোপ, দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ বা সেচমন্ত্রী কোন বাড়ি থেকে ছিল সবাই জানেন। এখানে দেখে বুঝতে পারছি কীভাবে মানুষের কাজের টাকা পকেটে ঢুকেছে। মুখ্যমন্ত্রী বলেছেন সব তদন্ত হবে। আমরা দলের তরফেও মুখ্যমন্ত্রীকে আবেদন করব, সবকিছুর তদন্ত হোক। যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে মানুষের টাকা নয়ছয় করেছেন তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি পেতেই হবে। অভিষেক বলেন, একটা দৃষ্টান্ত সেট করা প্রয়োজন।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, অভিষেকের তির দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান শিশির অধিকারী এবং প্রাক্তন সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিকে তা বলার অপেক্ষা রাখে না। এদিন অভিষেকের সঙ্গে প্রশাসনের কর্তাদের পাশাপাশি হাজির ছিলেন রামনগরের বিধায়ক তথা মন্ত্রী অখিল গিরি।  

Comments are closed.