কেন্দ্রের বঞ্চনা নিয়ে এর আগে একাধিকবার সরব হয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বিভিন্ন সভা, মিছিল থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন, কেন্দ্র বাংলার বকেয়া না মেটালে রাজ্যবাসীকে নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন করবেন। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তারই তারিখ ঘোষণা করে দিলেন অভিষেক ব্যানার্জি। আগামী ২ অক্টবর গান্ধী জয়ন্তীতে দিল্লি চলোর ডাক দিলেন তৃণমূলের প্রধান সেনাপতি। অভিষেক ব্যানার্জির হুঁশিয়ারি, আগামী ২ অক্টবর দিল্লির গ্রাম উন্নয়ন মন্ত্রকের সামনে বাংলা থেকে তৃণমূল কর্মীরা গিয়ে ধর্নায় বসবে। যতক্ষণ না কেন্দ্র বাংলার বকেয়া মেটাচ্ছে এই আন্দোলন চলবে।
এর পাশাপাশি রাজ্যেও একটি কর্মসূচির ডাক দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলনেতা কর্মীদের উদ্দেশ্যে অভিষেক ব্যানার্জি বার্তা, আগামী ৫ আগস্ট রাজ্যের সমস্ত স্তরের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করবে তৃণমূলের কর্মী সমর্থকেরা। শান্তিপূর্ণ ভাবে এই ঘেরাও অবস্থান করবে তৃণমূল। প্রতিটি বুথে বুথে এই কর্মসূচি চলবে। যদিও অভিষেক ব্যানার্জির পর বক্তব্য রাখতে উঠে সেই কর্মসূচি কিছুটা শুধরে দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, বুথ স্তরের বদলে ব্লকে ব্লকে এই ঘেরাও কর্মসূচি করুক তৃণমূল। প্রতীকী অবস্থা করবে।
Comments are closed.