সামনেই বড়দিন, ফের গোয়া সফরে অভিষেক ব্যানার্জি

ফের গোয়া সফরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সামনেই ক্রিসমাস ও নতুন বছরের শুরু। এই উপলক্ষ্যে সেজে ওঠে গোয়া। আর এই সময় বুধবার গোয়া উড়ে গেলেন অভিষেক ব্যানার্জি। সংগঠনের কাজ দেখাশোনাও করবেন তিনি। কয়েকদিন আগেই গোয়া থেকে ফিরে এসেছেন অভিষেক।

কয়েকদিন আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, গোয়ায় খুব ভালো ক্রিসমাস পালন হয়। এবার কলকাতাতেও পালিত হবে ক্রিসমাস। এবার ক্রিসমাসের আগে জনসাধারণের সঙ্গে সময় কাটাতে বুধবার গোয়ায় গেলেন অভিষেক ব্যানার্জি। সংগঠনের সকলকে নিয়ে ক্রিসমাস পালন করবেন তিনি।

গোয়াতে ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিও। যোগ দিয়েছেন লিয়েন্ডার পেজ, আলেমাও চার্চিল। গোয়ায় সংগঠনের কাজ দেখাশোনার দায়িত্বে রয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

আগামী বছরের ফেব্রুয়াতিতে গোয়া বিধানসভার নির্বাচন। তার আগে সেখানে তৃণমূল জমি পাকা করার কাজ শুরু করে দিয়েছে। চলতি মাসের গোড়ায় তিন দিনের গোয়া সফরে গিয়েছেন মমতা ব্যানার্জি। সেই রাজ্যে জনসভা করেছেন ও দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। মমতার দাবি ছিল, গোয়ায় তিন দশকের বিজেপি শাসনের বিকল্প হতে পারে একমাত্র তৃণমূল।

Comments are closed.