শান্তিতে নোবেল জেতার পর মালালার ছবি যাচ্ছে অস্কারে, পাকিস্তানি ছবি ‘জয়ল্যাণ্ড’ অস্কার মনোনীত

২০১৪ সালে ১৭ বছর বয়সে মালালা ইউসুফজাই সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে নোবেল শান্তি পুরষ্কার পেয়েছিলেন। এবার অস্কারে যাচ্ছে মালালার নিজের প্রযোজনা সংস্থার তত্ত্বাবধানে তৈরি ছবি ‘জয়ল্যান্ড’। এই পাকিস্তানি ছবি ২০২৩ সালে অস্কারে যাচ্ছে।

পুরুষতান্ত্রিক সমাজে দাঁড়িয়ে যৌনতার ধারণা নিয়ে ছবি ‘জয়ল্যান্ড’। মালালার প্রযোজনা সংস্থা ‘এক্সট্রাকারিকুলার’-এর ছবি ‘জয়ল্যান্ড’। এই ছবির রচনা এবং পরিচালনা সইম সাদিকের। ছবিতে অভিনয় করেছেন আলি জুনেজো, রাস্তি ফারুক, আলিনা খান, সরওয়াত গিলানি, সোহেল সমীর, সলমন পীরজাদা এবং সানিয়া সইদ।

ছবির বিষয়বস্তু, পারিবারিক রীতি ভেঙে এক পুরুষ প্রেমে পড়েন এক বৃহন্নলার। বংশরক্ষার জন্য যখন এক পরিবার পুত্র সন্তানের আশা করে তখন পরিবারের ছোট ছেলে বড় হয়ে সে নাচগান-নাটকে মেতে ওঠে। সে প্রেমে পড়ে এক বৃহন্নলার। মালালার কথায়, এই ছবির সঙ্গে যুক্ত হয়ে পেতে খুব ভালো লাগছে। পাকিস্তানি শিল্পীরা এই ছবিতে খুব সুন্দর অভিনয় করেছেন। জয়ল্যান্ড সেইসব শিল্পীদের পরিচয় করিয়ে দেবে গোটা বিশ্বের সঙ্গে।

এই ছবি কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল। ক্যুইয়ার পাম এবং বিশেষ জুরি পুরস্কারও জিতেছে আন্তর্জাতিক মঞ্চে।

Comments are closed.