বয়স কেবল সংখ্যা, ধুতি পড়েই এক ছুটে ছিনতাইবাজ ধরলেন ৯২ বছরের বৃদ্ধ

বয়স তাঁর সংখ্যা মাত্র। মেজাজটাই আসল রাজা। আর সেই মেজাজে ৯২ বছর বয়সে দুষ্কৃতীর পিছু ধাওয়া করে তাকে পাকড়াও করলেন শিলিগুড়ির বাসিন্দা অমলেন্দু সুর। দুষ্কৃতীকে ধরে পুলিশ হাতে তুলে দেন তিনি। উদ্ধার করেন ছিনতাই হওয়া সোনার হার। তাঁর কাজের প্রশংসা করেন শিলিগুড়ি পুলিশ।

মঙ্গলবার সকালে কাছারি রোডে প্যান কার্ড আনতে গিয়েছিলেন শিলিগুড়ির ডাঙ্গিপাড়ার বাসিন্দা অমলেন্দু সুর ও তাঁর স্ত্রী শিল্পীরানি সুর। শিলিগুড়ি জেলা হাসপাতালের কাছে শৌচালয়ে গিয়েছিলেন অমলেন্দুবাবু। সেই সময় বাইরে দাঁড়িয়ে ছিলেন তাঁর স্ত্রী শিল্পীদেবী। শিলিগুড়ি জেলা হাসপাতালের সামনে থেকে তাঁর স্ত্রী শিল্পী রানি সুরের সোনার হার নিয়ে পালানোর চেষ্টা করেছিল এক দুষ্কৃতী। ধুতি পড়েই সেই দুষ্কৃতীর পিছু ধাওয়া করেন ৯২ বছরের অমলেন্দু সুর। যা দেখে রীতিমত হতবাক হয়ে যান এলাকাবাসীরা। কিন্তু দেখা যায় অমলেন্দু সুর দুষ্কৃতীকে ঘাড় ধরে নিয়ে যাচ্ছেন থানায়। থানার পুলিশও বিষয়টি দেখে অবাক হয়ে যান।

দুষ্কৃতীকে গ্রেফতার করার পর ক্যান্টিনে অমলেন্দু সুর ও তাঁর স্ত্রী রানি সুরকে খাবার খাওয়ান পুলিশ। গাড়িতে বৃদ্ধ দম্পতিকে বাড়ি পৌঁছে দিয়ে আসে পুলিশ। কোনও অসুবিধা হলে ফোন করার কথা দম্পতিকে বলেছেন শিলিগুড়ি থানার আইসি সুদীপ চক্রবর্তী।

Comments are closed.