দিল্লি সফরের আগেই বিমান ভাড়া নিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

শুক্রবার দিল্লি যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। আর এরআগেই বিমান ভাড়া বৃদ্ধি নিয়ে কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রাতে টুইটারে তিনি পরপর তিনটি টুইট করেন। লেখেন, রাজ্যগুলির দিকে আঙুল তোলার আগে কেন্দ্র বিমান ভাড়া কমানোর দিকে নজর দিক। বিমানের জ্বালানিতে শুল্ক, অতিরিক্ত শুল্ক ও আবগারি শুল্ক কমাক কেন্দ্র।

ওপর একটি টুইটে তিনি লেখেন, ওয়েস্ট বেঙ্গল গভর্মেন্ট বাগডোগরা এবং অন্ডাল বিমানবন্দরে এটিএফে কর ছাড় দিয়েছে। কলকাতায় RCS বিমানে মাত্র ১%, ছোট বিমানে ৫% এবং ২০১২-১৩ সাল থেকে চালু হওয়া সব এয়ারলাইনগুলির জন্য ১২.৫% ​​ট্যাক্স নেয়৷ কেন্দ্র শুল্ক না কমিয়ে শুধু বিনামূল্যে উপদেশ দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

শুক্রবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরআগে বৃহস্পতিবার টুইট করে বিমান ভাড়া নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন মমতা ব্যানার্জি। উল্লেখ্য, বুধবার কোভিড নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাউকেই বলার কোনও সুযোগ দেননি। উলটে তিনি জ্বালানিতে বেশ কিছু রাজ্যের নাম নিয়ে বলেন, সেইসব রাজ্য শুল্ক কমাননি। এরপরই এর কড়া জবাব দেন মুখ্যমন্ত্রী। বলেন, জ্বালানির দাম বাড়ানো নিয়ে আমরা প্রতিবাদ করছি, আর আমাদের বলছে লোকসান করে শুল্ক কমাতে। তিনি বলেন, পেট্রোল ও ডিজেলে মোদী সরকার ১৭ লক্ষের বেশি আয় করেছে।

Comments are closed.