হাসপাতালে দালালচক্র চলবে কেন? খোঁজ পেলেই কড়া ব্যবস্থা নিন; স্বাস্থ্যকর্তাদের নির্দেশ মুখ্যমন্ত্রী 

হাসপাতালে দালাল রাজ নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ উঠে আসছিল। বিরোধীরাও একাধিকবার এ নিয়ে সরব হয়েছে। এবার তা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানান, হাসপাতালে দালালচক্রকে কোনও ভাবেই সমর্থন করা যাবে না। দালালচক্র নিয়ন্ত্রণে স্বাস্থ্য দফতরকে কড়া পদক্ষেপের নির্দেশ দেন তিনি। 

শুক্রবার বিধানসভায় বিজেপি বিধায়কদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সে সময় এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, হাসপাতালে দালাল থাকবে কেন? জেলা পুলিশকে এ ব্যাপারে পদক্ষেপের নির্দেশ দেন তিনি। তারপরেই স্বাস্থ্যদফতরের উদ্দেশ্যেও বলেন, আপনারাও নজর রাখুন। কোনও রকম অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নিন। 

এদিন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী অভিযোগ করেন, হাসপাতালগুলোতে দালালরাজ চলছে। বিধায়কের অভিযোগের উত্তরেই তৃণমূল নেত্রী জেলা পুলিশ এবং স্বাস্থ্যদফতরকে কড়া পদক্ষেপের নির্দেশ দেন। স্বাস্থ্য কর্তাদের কিছুটা ভর্ৎসনা করেই বলেন, আমি যদি মোবাইল দিয়ে মনিটরিং করতে পারি, তাহলে স্বাস্থ্য দফতর পারবে না কেন? 

এদিন স্বাস্থ্য সাথী কার্ড নিয়েও ফের একবার বেসরকারি হাসপাতালগুলোকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। বলেন, কিছু কিছু হাসপাতাল চিকিৎসা করানোর আগেই টাকা চাইছে। আমি বলব আগে চিকিৎসা দিন। স্বাস্থ্য সাথী কার্ড গ্রহণ না করলে অভিযুক্ত হাসপাতালের লাইসেন্স বাতিল হবে বলেও এদিন ফের একবার জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। 

Comments are closed.