মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জের, উঠতে চলেছে দেউচা পাঁচামির খনি প্রকল্পের বিরোধিতায় ধর্ণা মঞ্চ 

দেউচা পাঁচামির কয়লা খনি প্রকল্পের বিরোধীদের সঙ্গে বুধবার বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। ‘জীবন জীবিকা ও প্রকৃতি বাঁচাও’ নামে ওই প্রতিবাদী সংগঠনের ৯ জন প্রতিনিধির সঙ্গে প্রায় ৩০ মিনিট নবান্নে কথা বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর তরফে তাঁদের বেশ কিছু আশ্বাসও দেওয়া হয়। আর এর দু’দিন পরেই জানা গিয়েছে, আন্দোলনকারীরা তাঁদের ধর্ণা প্রত্যাহার করতে চলেছে। মহম্মদবাজারে তাঁদের ধর্ণা মঞ্চ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ‘জীবন জীবকা ও প্রকৃতি বাঁচাও’ কমিটির প্রতিনিধিরা। বৃহস্পতিবার একটি বিবৃতি জারি করে তাঁরা ধর্ণা মঞ্চ তুলে দেওয়ার কথা জানিয়েছেন। 

আন্দোলনকারীদের একাংশ জানিয়েছেন, তাঁরা যে যে দাবি দাওয়া নিয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন, নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বাস দিয়েছেন দাবিগুলো গুরুত্ব দিয়ে বিচার করবেন। মুখ্যমন্ত্রীর আশ্বাসের জন্যই তাঁরা ধর্ণা মঞ্চ তুলে দিচ্ছেন বলে জানিয়েছেন। যদিও আন্দোলন এখনই প্রত্যাহার করছেন না। 

দেউচা পাঁচামির কয়লা খনি প্রকল্পের জন্য ইতিমধ্যেই জমিদাতাদের জন্য ঘোষিত চাকরি, বিকল্প জমির পাট্টা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। এ আবহে একাংশ প্রকল্পের বিরোধিতায় সরব হয়েছিলেন। রাজ্যের কাছে তাঁরা একাধিক দাবি রাখেন। বুধবার আন্দোলনকারীদেরই একাংশের সঙ্গে দেখা করতে চেয়ে নবান্ন ডাকেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, ওই বৈঠকে মুখ্যমন্ত্রীর তরফে বলে হয়েছে, আন্দোলনকারীদের দাবিগুলো নিয়ে সরকার ভাবছে। তাঁদের লিখিত ভাবে দাবিগুলো জানাতে বলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে প্রকল্প নিয়ে রাজ্যের কী ভাবনা তাও জানানো হয়। বৈঠক শেষে আন্দোলনকারীদের তরফে মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টাকে স্বাগত জানানো হয়েছিল। আর এদিন দেখা গেল মমতা ব্যানার্জির আশ্বাস পেয়ে ধর্ণা মঞ্চ তুলে দেওয়ার কথা ঘোষণা করলেন প্রতিবাদীরা। 

Comments are closed.