নববর্ষের দিন সারাদিন ভক্তদের জন্য খোলা বেলুড় মঠ, দেখতে পারবেন সন্ধ্যা আরতি

বছরের শুরুর দিন ভক্তদের জন্য খোলা বেলুড় মঠ। সকাল ৬ টা ৩০ থেকে বিকেল ৪ টে পর্যন্ত খোলা থাকবে মঠ। অন্যদিকে বিকেল ৪ টে থেকে রাত ৯ তা অবধি খোলা থাকবে মঠ।

এই সময় ঠাকুর দর্শন, মহারাজদের প্রণাম ও সন্ধ্যা আরতি দেখতে পারবেন ভক্তরা। এদিন মঠ প্রাঙ্গনে প্রসাদ বিতরণ করা হয়। এই বছর ২৩ ফেব্রুয়ারি খুলে দেওয়া হয় বেলুড় মঠ। কিন্তু ভক্তদের জন্য জারি ছিল একাধিক বিধি নিষেধ। কেবল মাত্র মন্দির দর্শন করতে পারতেন ভক্তরা। কিন্তু নববর্ষের দিন সব বিধি নিষেদ সরিয়ে মন্দির খুলে দেওয়ায় খুশি ভক্তরা।

Comments are closed.