‘সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের নির্দেশ মেনে চলা উচিত’, ভবনীপুরে জোটসঙ্গী বাম প্রার্থীকে সমর্থন নিয়ে মত অধীর চৌধুরীর

ভবানীপুর কেন্দ্রে প্রার্থী দেবে না কংগ্রেস বলে জানিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কিন্তু সিপিএম এই কেন্দ্রের উপনির্বাচনে শ্রীজীব বিশ্বাসকে প্রার্থী করেছে। কিন্তু এই উপনির্বাচনে কংগ্রেস কী সমর্থন করবে সিপিএমকে? প্রশ্ন রাজনৈতিক মহলের। যদিও এই বিষয়ে অধীর চৌধুরী জানিয়েছেন, কংগ্রেস সমর্থকরা কি করবেন সেটা আমি বলব কেন? বুধবার বহরমপুরে একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ভবানীপুরে কংগ্রেস প্রচার করবে না। কিন্তু জোটসঙ্গী বামেদের হয়ে প্রচারে দেখা যাবে কিনা কংগ্রেসকে, সেই প্রশ্নের উত্তরে অধীর চৌধুরী বলেন, সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের বক্তব্য জানিয়ে দেওয়া হয়েছে সকলকে। সমর্থকদর উচিত দিল্লির কংগ্রেসের নির্দেশ মেনে চলা।

এরআগে অধীর চৌধুরী জানিয়েছিলেন, ভবানীপুর উপ নির্বাচনে প্রার্থী দেবে তাঁরা। কিন্তু ২৪ ঘন্টার মধ্যে নিজেদের মত বদল করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। মঙ্গলবার সাংবাদিকদের সামনে তিনি বলেন, এই কেন্দ্রের উপ নির্বাচনে প্রার্থী দেবে না কংগ্রেস। প্রার্থী দেওয়া নিয়ে দলের মধ্যে দ্বিমত তৈরি হয়। তাই সর্বভারতীয় কংগ্রেসের সঙ্গে আলোচনা করেন অধীর চৌধুরী। দিল্লির থেকে ভবানীপুরে প্রার্থী না দেওয়ার নির্দেশ এসেছে। কিন্তু কংগ্রেসের বিপরীতে হেঁটে তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করেছে সিপিএম। কিন্তু সংযুক্ত মোর্চার নামে নয়, বামফ্রন্ট মনোনীত প্রার্থী হিসেবেই লড়বেন বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস।

কিন্তু মমতা ব্যানার্জির বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী দেওয়ার সিদ্ধান্তের পক্ষে গিয়ে কংগ্রেস নেতা অসিত মিত্র বলেছিলেন, তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর হামলা চালাচ্ছে। প্রদেশ কংগ্রেস সভাপতিকে ঘিরে কালো পতাকা দেখানো হচ্ছে। সেখানে কেন সৌজন্য দেখিয়ে ভবানীপুর ছাড়া হবে?’

Comments are closed.