WB Election 2021: বোলপুরের BJP প্রার্থীর উপর হামলার অভিযোগ, সুস্থ আছি জানালেন অনির্বাণ গাঙ্গুলি

বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির উপর হামলার অভিযোগ। অষ্টম দফার ভোটের দিন জায়গায় জায়গায় তাঁর ওপর হামলার অভিযোগ ওঠে। ভাংচুর করা হয় তাঁর গাড়ি। বাঁশ হাতে লোকজন ঘিরে রাখেন বিজেপি প্রার্থীকে। প্রাণের বাঁচাতে নিউজ ১৮ বাংলার সাংবাদিকদের গাড়িতে আশ্রয় নেন অনির্বাণ গাঙ্গুলি ও তাঁর এজেন্ট।

বিজেপি প্রার্থী জানান, এদিন এলাকা পরিদর্শনে বেরিয়েছিলেন। প্রথমে ইলামবাজারে একটি বুথের বাইরে তৃণমূলের দুষ্কৃতিরা তাঁর ওপর হামলা চালায়। এরপর বোলপুরের ধরমপুরে বিজেপি প্রার্থীকে বাঁশ নিয়ে তাড়া করা হয়। কালো পতাকা, গো ব্যাক স্লোগান দেওয়া হয়। প্রার্থীকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। সেখানে বিজেপি সমর্থকদের সঙ্গে তৃণমূল কর্মীদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। একজন গুরুতর আহত হলে তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

[আরও পড়ুন- অষ্টম দফায় ভোট বীরভূমে, ১৬ আর ১৯-এর ফল কী ছিল?]

অনির্বাণ গাঙ্গুলির অভিযোগ, সব ঘটনা ঘটেছে পুলিশের সামনে। পুলিশ নীরব দর্শক হয়ে ছিল বলে অভিযোগ করেছেন তিনি। হামলার পিছনে পিসি-ভাইপোর গুন্ডারা রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। হার নিশ্চিত বুঝতে পেরে তৃণমূলের হামলা বলে দাবি বিজেপি প্রার্থীর। যদিও তৃণমূলের পক্ষ থেকে অভযোগ অস্বীকার করে পাল্টা দাবি করা হয়েছে, অনির্বাণ গাঙ্গুলিই অশান্তি শুরু করেছেন। বিজেপির হামলায় তৃণমূলের ৪ কর্মী আহত, অভিযোগ তৃণমূলের।

Comments are closed.