নিজের দায়িত্ব জানেন তো? CRPF এর আইজি তারাপীঠে পূজো দেওয়া নিয়ে ট্যুইট দিলীপের!

অষ্টম দফার ভোট চলাকালীন সিআরপিএফের আইজি বীরভূমের তারাপীঠের মন্দিরে পুজো দেন। এই ঘটনাকে সাধারণ মানুষের জন্য যথেষ্ট উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

২৯ এপ্রিল দুপুর ২ টো নাগাদ তিনি একটি ভিডিও ট্যুইট করেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে সিআরপিএফের আইজি মন্দিরের ভিতরে পুজো দিচ্ছেন, তাঁকে ঘিরে রয়েছেন কয়েকজন জওয়ান।

ভিডিওটি ট্যুইট করে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ লেখেন, ভোট চলছে, এরকম সময় আশ্চর্যজনকভাবে দেখা গেল সিআরপিএফের আইজি তারাপীঠে পুজো দিচ্ছেন! উনি কী নিজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আদৌ সচেতন?
তারপরেই দিলীপ ঘোষ লিখেছেন, এই ছবি সাধারণ মানুষের জন্য যথেষ্ট উদ্বেগের।

নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে শাসক দল তৃণমূল। এমনকী কেন্দ্রয়ও বাহিনীর বাড়াবাড়ি নিয়ে মুখ খুলেছেন সিপিএম, কংগ্রেসের প্রার্থীরাও। উল্টো দিকে বরাবরই কেন্দ্রীয় বাহিনী এবং তাদের কার্যকলাপের সমর্থনেই দাঁড়িয়েছে বিজেপি। শীতলকুচিতে গুলি চালানোর ঘটনায় বিজেপি নেতারা সরাসরি বাহিনীকে সার্টিফিকেট দিয়েছেন। এরকম একটা সময় সিআরপিএফের আইজির তারাপীঠ দর্শন নিয়ে প্রশ্ন তুললেন সেই বিজেপিরই রাজ্য সভাপতি। ব্যাপার কী? জল্পনা তৈরি হয়েছে।

প্রসঙ্গত এর আগেও বাংলায় ভোট করাতে এসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখা গিয়েছিল মুর্শিদাবাদের হাজারদুয়ারি ঘুরে দেখতে। সেই সময় তা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। এবার সিআরপিএফের পদাধিকারীর পূজো নিয়েও কি তেমন ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ? প্রশ্ন উঠছে।

Comments are closed.