নভেম্বরে নবান্নে আসছেন শাহ! সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে থাকতে পারেন মুখ্যমন্ত্রীও 

সব ঠিক থাকলে নভেম্বরে ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক বসতে চলেছে নবান্নে। এখনও পর্যন্ত ঠিক রয়েছে, ওই বৈঠকে সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং উল্লেখযোগ্য  বিষয় ওই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও উপস্থিত থাকার সম্ভবনা রয়েছে। ফলত, নভেম্বরের শহরে যুযুধান দুই পক্ষের মুখোমুখিতে রাজ্য রাজনীতি কতটা উত্তপ্ত হয়ে উঠতে পারে, এখন থেকেই তা নিয়ে নানান জল্পনা ছড়াচ্ছে। 

পশ্চিমবঙ্গের পাশপাশি বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সিকিম রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন। কারণ সিকিউরিটি কাউন্সিলের সদস্য সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীরাই। যদিও কোনও মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত না থেকে তাঁর কোনও প্রতিনিধিকেও বৈঠকে পাঠাতে পারেন। সেদিক থেকে মমতা ব্যানার্জি কী করবেন সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। 

যদিও এই প্রথম নয়, রাজ্যে এর আগেও এরকম উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সময়েও কলকাতেই সিকিউরিটি কাউন্সিলের বৈঠক হয়েছে। তবে ওয়াকিবহাল মহলের মতে, এবারের বৈঠক রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, সম্প্রতি এজেন্সির অপব্যবহার নিয়ে মোদী-শাহের বিরুদ্ধে সুর সপ্তমে চড়িয়েছে তৃণমূল। অমিত শাহকে ‘পাপ্পু’ বলে তীব্র কটাক্ষ করেছেন অভিষেক ব্যানার্জি।  অন্যদিকে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে লাগাতার আক্রমণ শনাচ্ছেন বিজেপির রাজ্য থেকে শুরু করে দিল্লির নেতারা। এই অবস্থায় নভেম্বরে শাহ নবান্ন এলে এবং সেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে কী হয় এখন সেটাই দেখার। 

Comments are closed.