CBI তাঁকে ‘প্রভাবশালী’ বলছে, ওটা ওদের ‘তোতা-বুলি’, হেফাজতে থেকেই জবাব অনুব্রতর 

সিবিআই হেফাজতে থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তীব্র কটাক্ষ অনুব্রত মণ্ডলের। বুধবার আদালতে নিয়ে যাওয়ার সময় যখন অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেস থেকে বের করা হচ্ছে, সাংবাদিকরা প্রশ্ন করে, সিবিআই আপনাকে প্রভাবশালী বলছে… বীরভূম জেলা সভাপতির সোপাটে উত্তরে, ওটা সিবিআইয়ের ‘তোতা-বুলি’। অনুব্রত যখন এই কটাক্ষ করছেন সিবিআইয়ের অফিসাররাই তাঁকে ঘিরে ধরে নিজাম প্যালেসের সিঁড়ি থেকে নামাচ্ছেন। 

এদিন বিচারককে হুমকি চিঠি প্রসঙ্গেও মুখ খোলেন কেষ্ট মণ্ডল। গাড়িতে উঠতে উঠতে বলেন, তিনি নিজে বিচারকের কাছে হাত জোড় করে অনুরোধ করবেন,হুমকি চিঠি কে দিল তা যেন সিবিআই তদন্ত করে দেখে।

চার দিন সিবিআই হেফাজত শেষে এদিন অনুব্রত মণ্ডলকে ফের একবার আসানসোল সিবিআই কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। এদিন আসানসোল যাওয়ার সময় শক্তিগরে ব্রেকফাস্ট করতেও নামেন তিনি। জানা গিয়েছে, সকালের খাওয়ারের তিনি চা ও মুড়ি খেয়েছেন। প্রসঙ্গত, এদিন সকালে নিজামপ্যালেস থেকে বের করার সময় অনুব্রত মণ্ডলকে বেশ আত্মবিশ্বাসি দেখাচ্ছিল। তাঁর শরীর ভালো আছে বলেও তিনি জানান। পাশপাশি এদিন ফের একবার দলনেত্রী মমতা ব্যানার্জির কাজের প্রশংসাও করেন তিনি। 

Comments are closed.