ন্যাশনাল লাইব্রেরিতে রয়েছে কাজের সুযোগ, কী যোগ্যতা প্রয়োজন? কীভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত 

ন্যাশনাল লাইব্রেরি বা কলকাতার জাতীয় গ্রন্থাগারে রয়েছে চাকরির সুযোগ। বেশ কয়েকটি শূন্যপদে লোক নেওয়া হবে। সম্প্রতি সংস্থার তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগ করা হবে এলআইএস ইন্টার্ন পদে। শূন্যপদ রয়েছে ২৫টি। লাইব্রেরির রিডিং রুম, স্ট্যাক এরিয়া, ল্যাবরেটরি-সহ বিভিন্ন বিভাগে কাজের সুযোগ থাকবে নিযুক্তদের। নিয়োগের দু’মাস পর বিভিন্ন বিভাগে কাজের জন্য নিযুক্তদের ট্রেনিংও দেওয়া হবে। ট্রেনিং শেষে বিভিন্ন বিভাগে পাকাপাকি ভাবে নিযুক্ত করা হবে। 

এই কাজের জন্য আবেদনকারীদের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে অহমিয়া, বাংলা, বোরো, ডোগরি, ইংরেজি, গুজরাতি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কাণি, মৈথিলি, মালয়ালম, মণিপুরি, মরাঠি, নেপালি, ওড়িয়া, পঞ্জাবি, সংস্কৃত, সাঁওতালি, সিন্ধ্রি, তামিল, তেলুগু বা উর্দুর মধ্যে যেকোনও একটি আঞ্চলিক ভাষায় পারদর্শী হতে হবে। 

আবেদন করতে হবে অফলাইনে। ন্যাশনাল লাইব্রেরির সাইটে গিয়ে আবেদনের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আবেদনকারীদের বয়েস হতে হবে ৩৫ বছরের মধ্যে। নিযুক্ত ব্যক্তিদের প্রতিমাসে ২৫ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে। 

Comments are closed.