আপনি অভিভাবক, নিজের অবস্থান থেকে সামান্য সরে ওঁদের সঙ্গে কথা বলুন, এনআরএসে গিয়ে মমতাকে বার্তা অপর্ণা সেনের

রাজ্যের ভেঙে পড়া স্বাস্থ্য পরিকাঠামোর দিকে তাকিয়ে, নিজের অবস্থান থেকে একটু সরে আসুন। সন্তানসম জুনিয়র ডাক্তারদের সঙ্গে এসে কথা বলুন। আপনি অভিভাবক স্থানীয়া। তাই আপনি যদি কোনও কথায় আঘাতও পেয়ে থাকেন, বুঝতে হবে, এই ছাত্রদের মনেও আপনার প্রতি অভিমান রয়ে গিয়েছে। এনআরএসে ধর্মঘটী জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করে বললেন অপর্ণা সেন। পাশাপাশি অসংখ্য মানুষ, যাঁরা চিকিৎসার আশায় দূরদূরান্ত থেকে হাসপাতালে এসেছেন, তাঁদের পরিষেবা দিতে না পেরে আন্দোলনকারী ডাক্তাররাও কষ্ট পাচ্ছেন বলেও মন্তব্য অপর্ণা সেনের।

শুক্রবার অপর্ণা সেনের পাশাপাশি আন্দোলনরত ডাক্তারদের সঙ্গে দেখা করেন নাট্যকার কৌশিক সেন, সঙ্গীতশিল্পী দেবজ্যোতি মিশ্র, বোলান গঙ্গোপাধ্যায় প্রমুখ। তাঁরা প্রত্যেকেই আন্দোলনের প্রতি সহমর্মিতা দেখিয়েছেন, পাশাপাশি মানুষকে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কথাও আন্দোলনকারীদের মনে করিয়ে দিয়েছেন।
অপর্ণা সেন বলেন, রোগীরা যে চিকিৎসা পাচ্ছেন না এতে ধর্মঘটী চিকিৎসকরাও সমব্যথী, কিন্তু তাঁদের নিরাপত্তার দিকটাও দেখতে হবে রাজ্য প্রশাসনকে। অপর্ণা সেন বলেন, একজন নাগরিক হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আবেদন, তিনি যেন এনআরএসে গিয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করেন, কথা বলেন। অন্যদিকে এনআরএস থেকে কৌশিক সেন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী কেবল রোগীদের নন, ডাক্তারদেরও মুখ্যমন্ত্রী। কৌশিক সেনের মতে, কেন্দ্রের শোষণের পরেও রাজ্যের যেটুকু অর্থবল আছে তা যেন অকারণে ব্যয় না করে রাজ্য সরকার। ক্লাব, মেলা বা ফিল্ম ফেস্টিভাল না করে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে সরকারের নজর দেওয়া উচিত বলে মন্তব্য করেন কৌশিক সেন। পাশাপাশি, আন্দোলনকারী চিকিৎসকদের কাছে তাঁরা এও আবেদন করেন, নিজেদের আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি, রোগীদের পরিষেবার দিকটাও যেন খেয়াল রাখেন তাঁরা। যদিও আন্দোলনরত চিকিৎসকরা তাঁদের দাবি পূরণ না হলে আন্দোলন থেকে সরছেন না বলেই জানিয়ে দেন।

Comments are closed.