বধূ নির্যাতন মামলায় মহম্মদ সামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণ না করলে গ্রেফতার

বধূ নির্যাতন মামলায় মহম্মদ সামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আলিপুর কোর্টের। আত্মসমর্পণ না করলে গ্রেফতার করা হবে ভারতীয় দলের এই তারকা পেসারকে। গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সামির ভাইয়ের বিরুদ্ধেও।

মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহান তাঁর বিরুদ্ধে নির্যাতন সহ একাধিক অভিযোগ এনেছিলেন। এই মর্মে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। যাদবপুর থানা এই ঘটনার তদন্ত শুরু করলেও পরে তদন্তভার যায় লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে। এই মামলায় একাধিকবার মহম্মদ সামি এবং তাঁর পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছে কলকাতা পুলিশ। লালবাজারে গিয়ে বয়ান রেকর্ড করিয়েছেন সামির স্ত্রী হাসিন জাহানও। সম্প্রতি এই মামলায় চার্জশিট পেশ করেছে পুলিশ। তারপরই ভারতীয় দলের তারকা পেসার ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বর্তমানে ভারতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর করছেন মহম্মদ সামি। তাই তাঁকে ১৫ দিনের সময়সীমা দেওয়া হয়েছে কিন্তু সামির ভাইকে সেই রক্ষাকবচ দেওয়া হয়নি।

Comments are closed.