এলাকায় বিপজ্জনক বিদ্যুতের খুঁটি দেখলেই খবর দিন পুরসভায়, চালু হল বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর

এলাকায় বিপজ্জনকভাবে বিদ্যুতের খুঁটি পড়ে থাকলেই সরাসরি জানানো যাবে পুরসভায়। একটি নম্বর চালু হল। সেই নম্বরের হোয়াটসঅ্যাপে বিপজ্জনক বিদ্যুতের খুঁটির ছবি তুলে পাঠিয়ে দিলেই পদক্ষেপ নেবে পুরসভা।

শনিবার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ৮৩৩৫৯৯৯১১১ নম্বরে পাঠিয়ে দিয়ে হবে বিপজ্জনকভাবে থাকা বিদ্যুতের খুঁটির ছবি। অভিযোগ পেলেই পুরসভার তরফে ব্যবস্থা নেওয়া হবে৷ এদিন মেয়র আরও জানান, কোনও বিদ্যুতের খুঁটি বিপজ্জনক কি না তা পরীক্ষা করতে আর্থ- মেগার নামে একটি বিশেষ যন্ত্র কিনছে কলকাতা পুরসভা৷ প্রতিটি ওয়ার্ডেই একটি করে এই যন্ত্র রাখা হবে।

শহরে একের পর এক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাই বিপজ্জনক বিদ্যুতের খুটিগুলি চিহ্নিত করতে নয়া পদক্ষেপ নিয়েছেন ফিরহাদ হাকিম।

Comments are closed.