২১ জুলাইয়ের মঞ্চে নয়া চমক তৃণমূলের; অধ্যাপকরাও থাকছেন আমন্ত্রিতদের তালিকায় 

কোভিডের কারণে পরপর দু’বছর ভার্চুয়ালি ২১ জুলাই করেছে তৃণমূল। ২ বছর পর ফের ধর্মতলার পুরোনো জায়গায় ২১ জুলাইয়ের সমাবেশ করতে চলেছে তৃণমূল। মাঝে দু’বছরের ব্যবধান, তার ওপরে ২১-এর বিধানসভা ভোটে বিপুল আসনে তৃণমূলের জয়, সব মিলিয়ে এবারের ২১ জুলাই রাজ্যের শাসক দলের কাছে খুবই উল্লেখযোগ্য। এই আবহে ২১ জুলাই নিয়ে আরও এক নয়া চমকের কথা ঘোষণা করল ঘাসফুল শিবির। এবারের ২১ জুলাইয়ের মঞ্চে দেখা যাবে একাধিক কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদেরও। এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

এক সাংবাদিক বৈঠকে ২১ জুলাইয়ের প্রস্তুতি নিয়ে বলতে গিয়ে ব্রাত্য বসু জানান, মুখ্যমন্ত্রীকে জানিয়েছি এবারের ২১ জুলাইয়ের সমাবেশে অধ্যপকদেরও আমন্ত্রণ জানাতে চাইছি। দলের অধ্যাপক সংগঠনের তরফে ইতিমধ্যেই একটি তালিকা তৈরি করে দলনেত্রীর কাছে পাঠানো হয়েছে। আশা করছি তিনি সেই তালিকা অনুমোদন করবেন। 

প্রসঙ্গত, ২০১১ সালের পর থেকে  ধর্মতলা চত্বরে মহা সমারোহে ২১ জুলাই পালন করে তৃণমূল। দলের নেতা কর্মীদের পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ঠ মানুষদের ২১ জুলাইয়ের মঞ্চে আমন্ত্রণ করে তৃণমূল। এবারেও সেরকম পরিকল্পনা রয়েছে বলে খবর। ইতিমধ্যেই ওয়ার্ড, ব্লক থেকে শুরু করে জেলা স্থরে ২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু করেছে ঘাসফুল শিবির। উত্তরবঙ্গ, জঙ্গলমহল থেকে যাতে আরও বেশি সংখ্যক মানুষ সমাবেশে অংশগ্রহণ করেন তা নিয়েও নেতা কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। ২১ জুলাইয়ের সমাবেশ যোগদানের আহ্বান জানাতে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি উত্তরবঙ্গে সভা করতে যাচ্ছেন বলে খবর। সব মিলিয়ে ২৪-এর লোকসভা ভোটের আগে শহীদ দিবসের সমাবেশকে যে তৃণমূল বিশেষ গুরুত্ব দিচ্ছে তা এক প্রকার স্পষ্ট। 

Comments are closed.