জার্মানিতে আয়োজিত জুনিয়র বিশ্বকাপে রুপো জিতলেন আসানসোলের অভিনব

জার্মানিতে আইএসএসএফ আয়োজিত জুনিয়র বিশ্বকাপে রুপো জয় করলেন আসানসোলের বাসিন্দা ১৪ বছরের অভিনব সাউ। বুধবার এই প্রতিযোগিতায় সে রুপো জেতে সে। এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে আরেক ভারতীয় রুদ্রাংশু বালাসাহেব পাতিল। তৃতীয় স্থানে আছে জার্মানির এক প্রতিযোগী। আসানসোলের সেন্ট ভিনসেন্ট স্কুলের দশম শ্রেণির ছাত্র অভিনব সাউ।

আসানসোলের কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপের বাসিন্দা অভিনব। বাবা রূপেশ সাউ গৃহশিক্ষক। রূপেশ সাউয়ের শুটার হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু পারিপার্শ্বিক কারণে তা হয়নি। ২০০৮ সালে অলিম্পিকসে শ্যুটিংয়ে সোনা জয় করেন ভারতের অভিনব বিন্দ্রা। সেইবছর জন্ম নেয় অভিনব সাউ। তাই ছেলের নাম অভিনব রেখেছিলেন রূপেশ সাউ। রাইফেল শ্যুটিং যথেষ্ট ব্যয়সাপেক্ষ খেলা। গৃহশিক্ষতা করেও ছেলেকে একটি দামী এয়ার রাইফেল কিনে দিয়েছেন রূপেশ বাবু। নিজের সবটুকু দিয়ে ছেলেকে বড় শ্যুটার হিসেবে দেখতে চেয়েছিলেন রূপেশ বাবু। এই আশা পূরণ হয়েছে ৷ বর্তমানে ছেলের সঙ্গে জার্মানিতে আছেন তিনি। ছেলের সাফল্যে খুশি বাবা রূপেশ সাউ।

এর আগেও অভিনব সাউয়ের শুটিংয়ে একাধিক রাজ্য ও জাতীয় স্তরে রেকর্ড আছে। কয়েকদিন আগেই ভূপাল ও দিল্লিতে অনুষ্ঠিত সিনিয়ার শুটিংয়ের সর্বভারতীয় প্রতিযোগিতায় প্রথম দশজন প্রতিযোগীর মধ্যে চতুর্থ স্থান পায় অভিনব। এই খবরে খুশি রাইফেল অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সহ-সভাপতি বীরেন্দ্র কুমার ঢল। তিনি জানিয়েছেন, শুধু শিল্পাঞ্চল বা বাংলার নয় সারা দেশের গর্ব অভিনব।

Comments are closed.