মাসের শুরুতে ফের দাম বাড়ল দুধের, কত টাকা মূল্যবৃদ্ধি করল আমূল?  

ফের বাড়ল আমূল দুধের দাম।লিটার প্রতি দুধের দাম বাড়ছে ৩ টাকা। দাম বাড়ার পর লিটার প্রতি দুধের দাম ৬৩ থেকে বেড়ে হবে ৬৬। শুক্রবার থেকেই নতুন দাম কার্যকরী হবে বলে জানা গিয়েছে।

দাম বৃদ্ধির ফলে আমূলের সব প্রোডাক্ট গোল্ড, তাজা, শক্তি, স্লিমের দাম বেড়ে যাচ্ছে। দুধের কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, উৎপাদন খরচের পাশাপাশি প্যাকেজিং খরচ বেড়ে গিয়েছে। বেড়েছে পরিবহণ খরচ। সেই কারণেই দাম বেড়েছে দুধের।

গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনই বাজারে দুধ ও দুগ্ধজাত পণ্য বিপণন করে আমূল ব্র্যান্ডের নামে৷ গত বছরে তিনবার বেড়েছে আমূল দুধের দাম৷

Comments are closed.