টাকার ওপর কিছু লেখা থাকলে নোট বাতিল হচ্ছে? বিজ্ঞপ্তি জারি করে সত্যি জানাল কেন্দ্র 

নোটের ওপরে কিছু লেখা থাকলে সেটিকে বাতিল বলে ধরা হবে। RBI-এর তরফেই নাকি এমনটা জানানো হয়েছে। সম্প্রতি নেট পাড়ায় এমনই একটি খবর ছড়িয়ে পড়ে। যা নিয়ে স্বাভাবিকভাবেই তুমুল হৈচৈ শুরু হয়েছে। অনেকেই কিছু লেখা থাকলে সেই নোট নিতে অস্বীকার করছেন। একটি বিভ্রান্তিকর পরস্থিতির সৃষ্টি হয়েছে। এ নিয়ে এবার প্রকৃত তথ্য দিল কেন্দ্র।

কেন্দ্র সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো বা PIB সম্প্রতি বাতিল নোটের গুজব প্রসঙ্গে একটি বিবৃতি জারি করেছে। পিআইবি স্পষ্ট জানিয়েছে, কিছু লেখা থাকলেই সেই নোটকে বাতিল বলে ধরা হবে, এমন কোনও বিবৃতি আরবিআই জারি করেনি। বাতিল নোট নিয়ে সোশ্যাল মিডিয়ায় যা ছড়িয়েছে তা গুজব। এই খবরের কোনও সত্যতা নেই।

তবে আরবিআইয়ের একটি ‘ক্লিন নোট পলিসি’ রয়েছে। যেখানে কী করা উচিত বা উচিত নয় তা নিয়ে কিছু তথ্য দেওয়া আছে। যেখানে বলা হয়েছে, কোনও অবস্থাতেই যেন টাকাগুলোকে পিন না করা হয়। এছাড়াও নোটের ওপরে কিছু লিখতে বা কোনও স্ট্যাম্প লাগাতেও নিষেধ করা হয়েছে। তবে সম্প্রতি বাতিল নোট নিয়ে যে খবর রটেছে তা নিছকই গুজব ছাড়া আর কিছু নয়।

Comments are closed.