কলকাতায় আজও শীতের দুপুর মানে চিড়িয়াখানা। আজও বাঙালি শীতের ছুটিতে চিড়িয়াখানামুখী হয়। বাঙালির এই চিড়িয়াখানার প্রতি প্রেম হাড়ে হাড়ে টের পেয়েছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় থেকে বুদ্ধদেব গুহ। আর তাই তো…
বন্দুকের ইতিহাস সুপ্রাচীণ। যুদ্ধ, আত্মরক্ষা, শিকার থেকে দেশ জয়ের বাইরেও বহু মানুষ স্রেফ শখে বন্দুক রাখতেন বাড়িতে। এখনও আছে এই শখ? লিখলেন সপ্তর্ষি চৌধুরী
ইতিহাস বলছে, ১৭৮৪ সালের কলকাতার মানচিত্রে এই রাস্তাটির নাম ছিল বয়টাকোন্না স্ট্রিট। এটাই এখন বৈঠকখানা বাজার। কেমন আছে আজ এই বাজার, লিখলেন সপ্তর্ষি চৌধুরী