তৃণমূলের দখলে এল বাগদার সিন্দ্রানী পঞ্চায়েত

আড়াই বছর পর তৃণমূলের দখলে এল বাগদার সিন্দ্রানী পঞ্চায়েত। এই পঞ্চায়েতে অনাস্থা হয়। সেই অনাস্থায় বিজেপির কেউ উপস্থিত ছিলনা। ১৪-০ ভোটে পরাজিত হন বিজেপি প্ৰধান লতিকা ঘোষ। তারপর থেকে পঞ্চায়েত চলে যায় তৃণমূলের দখলে।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রধানের নাম ঘোষণা করা হয়। সেইমত তৃণমূলের সৌমেন ঘোষকে প্ৰধান নির্বাচন করা হয়। ২০১৮ সালে এই পঞ্চায়েতে জয়ী হয় বিজেপি। দুই বছর আগে তিন বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় গরিষ্ঠতা হারায় গেরুয়া শিবির।

২৬ আসনের মধ্যে ১২ জন বিজেপি সদস্য। ৩ জন তৃণমূলে যোগ দেওয়ার পর তৃণমূলের সদস্য ১৪। দলত্যাগ বিরোধী আইন মেনে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় বিজেপির তরফে। কিন্তু হাইকোর্ট কোন সিদ্ধান্ত জানায় নি। ফলে আস্থা ভোট হয়। তারপরেই নিয়ম মেনে পঞ্চায়েত প্ৰধান নির্বাচিত হয়। এদিন আড়াই বছর পর পঞ্চায়েত ফিরে পেয়ে আনন্দে ফেটে পড়েন তৃণমূল সদস্যরা।

Comments are closed.