২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বইমেলা, শেষ ১১-এ 

বৃহস্পতিবার সন্ধ্যে থেকে ঈষৎ শীতের আমেজ ফিরে আসছে। আর শীত শুরু মানেই অনেক কিছুর সঙ্গে অবশ্যই মেলার মরশুম। কলকাতা বই মেলা তো বটেই, এছাড়াও শহর কলকাতায় একগুচ্ছ ছোটো মাঝারি আকর্ষণীয় মেলা হয় এই শীতে। তেমনই একটি হল বাংলাদেশ বই মেলা। ২ ডিসেম্বর অর্থাৎ কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ বইমেলা। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। 

এবারের বাংলাদেশ বইমেলা হচ্ছে কলেজ স্কয়ারে। উদ্বোধন করবেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি। এছাড়াও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও উপস্থিত থাকবেন। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের মেলা তাঁকে উৎসর্গ করা হচ্ছে। 

২০১১ সাল থেকে কলকাতায় বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। বাংলাদেশ পুস্তক বিক্রেতা এবং প্রকাশক সমিতি, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং কলকাতায় বাংলাদেশ উপ দূতাবাস এই মেলার আয়োজন করে থাকে। উদ্যোক্তারা জানিয়েছে, এবছরের মেলায় বাংলাদেশ থেকে মোট ৭৫টি প্রকাশনা সংস্থা মেলায় তাঁদের স্টল রাখছে। এছাড়াও হস্তশিল্প সহ অন্যান্য সামগ্রীর দোকানও থাকবে। বই কেনা-বেচার পাশাপাশি মেলায় রোজই নানান সংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। দুই দেশের শিল্পীদের সেই অনুষ্ঠানে অংশগ্রহন করতে দেখা যাবে। 

Comments are closed.