ফের তাপমাত্রার কিছুটা পতন, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বাংলায় কতটা প্রভাব পড়বে?

ফের তাপমাত্রার পতন। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার থেকে আগামী ২ দিন ঠান্ডার প্রভাব বাড়বে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। আগামী ২ থেকে ৩ দি তাপমাত্রা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস এই মুহূর্তে নেই। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনাই নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে বলেই জানা গিয়েছে। এদিন সকাল থেকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়তেই শীত ভাব উধাও হয়ে যায়। গত কয়েকদিন ধরে আবহাওয়া এরকমই থাকছে। সকালে শীতের ভাব থাকলেও বেলা বাড়তেই তা উধাও হয়ে যাচ্ছে আবার সন্ধ্যা ও রাতে হালকা শীতের আমেজ। ডিসেম্বরের শুরুতেও ঠান্ডার আমেজ থাকলেও শীত এখনও সেভাবে পড়েনি দক্ষিণবঙ্গে। তবে দিন দুয়েক তাপমাত্রা বেড়ে যাওয়ার পর আগামী ২ দিন তাপমাত্রা খানিকটা কমার সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা এই মুহূর্তে কলকাতা বা জেলা কোথাও তেমনভাবে।

অন্যদিকে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। রবিবার তৈরি হবে দক্ষিণ আন্দামান সাগরে। তবে বাংলায় এর প্রভাব পড়বে না। সোমবারের মধ্যেই নিম্নচাপ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় অবস্থান করবে।

Comments are closed.