দিল্লি যাচ্ছেন শান্তনু, তার আগেই সাংসদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে সায়ন্তন-জয়প্রকাশ-রীতেশ 

বেশ কয়েকদিন ধরেই মতুয়া ক্ষোভ নিয়ে রাজ্য বিজেপির অন্দরে তুমুল শোরগোল শুরু হয়েছে। এই আবহে সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে রাজ্য বিজেপির তিন বিক্ষুব্ধ নেতার বৈঠক ঘিরে ফের শুরু হয়েছে জল্পনা। বিশেষ করে শান্তনুর দিল্লি যাওয়ার আগেই রাজ্যের তিন নেতার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক ঘিরে নানান আলোচনা শুরু হয়েছে।যদিও বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে কেউ কোনও কথা বলেননি। 

রাজ্য বিজেপিতে দীর্ঘ দিন সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছেন সায়ন্তন বসু। অন্যদিকে সহ-সভাপতি ছিলেন জয়প্রকাশ মজুমদার, রীতেশ তিওয়ারি। নতুন কমিটিতে জয়প্রকাশ মজুমদার মুখপাত্র হিসেবে দায়িত্ব পেলেও সায়ন্তন, রীতেশরা কোনও পদ পাননি। যা নিয়ে দলের অন্দরেই নানান আলোচনা শুরু হয়। বিশেষ করে পদ হারানোর পরেই সায়ন্তনের বাড়িতে যান দুই তৃণমূল নেতা। আর এই আবহে রবিবার সন্ধ্যায় শান্তনু ঠাকুরের বাড়িতে হাজির হন বাংলা বিজেপির তিন বিক্ষুব্ধ নেতা। 

উল্লেখ, কিছু দিন আগেই দলের সমস্ত হোয়াটস্যাপ গ্রুপ ছেড়েছেন সান্তনু ঠাকুর এবং দলের বাকি মতুয়া বিধায়কেরা। তাঁদের অভিযোগ, নতুন রাজ্য কমিটিতে মতুয়াদের গুরুত্ব দেওয়া হয়নি। সূত্রের খবর শান্তনুদের ক্ষোভ সামলাতে আসরে নেমেছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অমিত শাহ।দিল্লি গিয়ে দুজনের সঙ্গেই কথা বলবেন শান্তনু ঠাকুর।  

Comments are closed.