স্বাধীনতার ৭৫ বছর পালনের আগেই স্পেনে বাংলার কিশোরীর হাত ধরে উড়ল ভারতের তেরঙা

ফের বাংলার নাম উজ্জ্বল করলেন এক কিশোরী। উলুবেড়িয়ার বাসিন্দা তাহরিনা নাসরিন স্পেনের জিব্রাল্ডার জিব্রাল্টার প্রণালী পার করল। এর আগেই ইংলিশ চ্যানেল পার করেছিল তাহরিন। সাঁতারে পেয়েছিল একাধিক আন্তর্জাতিক শিরোপা। এরপর তাঁর ইচ্ছা ছিল স্পেনের জিব্রাল্ডার প্রণালী পার হওয়ার। এবার সেই ইচ্ছা পূরণ হল।

বহু সমস্যার মুখে পড়তে হয়েছে তাহরিনকে। ভিসা পেতে সমস্যার মুখে পড়তে হয়েছিল তাঁকে। ইচ্ছা পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছিল করোনা। কিন্তু সব সমস্যা কাটিয়ে ইচ্ছাপূরণ করলেন প্রথম ইংলিশ চ্যানেল জয়ী মুসলিম মহিলা হাওড়ার তাহরিন। ৯ অগাস্ট স্পেনের উদ্দেশে রওনা দেয় সে। এরপর শুক্রবার দুপুরে নিজেই টুইটারে জিব্রাল্ডার প্রণালী পার হওয়ার কথা জানান তাহরিন। জিব্রাল্ডার প্রণালী  অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, মাত্র ৪ ঘন্টা ২৩ মিনিটে এই  ইউরোপ ও আফ্রিকার মধ্যবর্তী বিশ্ববিশ্রুত জিব্রাল্ডার প্রণালী জয় করে তাহরিন।

২০১৫ সালে ইংলিশ চ্যানেল পার করেন তাহরিনা। এরপর ২০১৮ সালে বাংলা চ্যানেল জয়। ২০১৯ সালে বাংলা চ্যানেল ডবল ক্রস করেন মাত্র ৮ ঘন্টা ১৩ মিনিটে। ২০১৪ সালে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সাঁতার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে তাহরিন। তবে এই জয় সে গুরু বাঙালি সাঁতারু মাসুদুর রহমান বৈদ্য, বাবা আফসার আহমেদ ও পরিবারকে উৎসর্গ করেছে। সি সিকনেস থেকে জেলিফিসের কামড় সব পেরিয়ে এই জয় এসেছে।

Comments are closed.