সুপারস্টার হয়ে গরিব দের ভোলেননি! সোনার মন বাঙালি অরিজিৎ সিং এর, বিনামূল্যে ইংরেজি শেখানোর জন্য জিয়াগঞ্জে কোচিং ক্লাস খুলতে চলেছেন অরিজিৎ সিং

বলিউডের একজন জনপ্রিয় গায়ক হলো অরিজিৎ সিং। আরব সাগরের তীরে এখন তিনি বসবাস করলেও আসল বাড়ি কিন্তু তার ওই ভাগীরথীর তীরে। তাই যখনই সময় পান ছুটে আসেন মাতৃভূমির টানে মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে। যেখানে নামিদামি তারকারা, নিজেদের নাম যশ প্রতিপত্তি নিয়ে ব্যস্ত ঠিক সেই জায়গায় অরিজিৎ সিং ধরা পড়েন বারংবারই অন্য রূপে। কখনো তাকে জনসাধারণের সঙ্গে স্কুলের গেটে সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কখনোবা নার্সিং স্কুলের সামনে সাধারণ বেশে তিনি ধরা দেন। আজও যখন নিজের মাতৃভূমিতে ফেরেন তখন তিনি ছেলেবেলার বন্ধুদের সঙ্গে পাড়ার মোড়ে আড্ডা দেন। অরিজিতের এমন স্বভাবই তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছাতে সাহায্য করেছে।

এবার গরিব মানুষদের ইংরেজি শিক্ষার জন্য উদ্যোগী হয়েছেন বলিউডের এই তারকা। তিনি বিনা পয়সায় ইংরেজি শেখার কোচিং সেন্টার খুলতে চান। এই বিষয়ে খুব শীঘ্রই তিনি কাজ শুরু করবেন। কয়েকদিন আগেই আমরা দেখেছি অরিজিৎ তাঁর পারিবারিক বন্ধু শঙ্কর মণ্ডলের নার্সিং কলেজে হাজির হয়েছিলেন। সেখানে তিনি গিয়েছিলেন বিনা পয়সায় ইংরেজি শেখার কোচিং খোলার জন্য ক্লাসরুম খুঁজতে গিয়েছিলেন।

সম্প্রতি নিজের স্কুলের পরিচালন কমিটির সভাপতি হয়েছেন অরিজিৎ। জিয়াগঞ্জ চক্রের এস আই মৌমিতা সাহা বলেন, “রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশ মোতাবেক অরিজিৎবাবুকে ওই বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।” এছাড়াও ওই স্কুলের প্রধানশিক্ষক দীপঙ্কর ভট্টাচার্য জানিয়েছেন, “দেশের জনপ্রিয় সংগীত শিল্পী অরিজিৎবাবু, তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অন্যতম দায়িত্ব পালন করবেন বলে আশা করি। এছাড়া বিদ্যালয়ের পরিচালনায় তাঁর নাম যুক্ত হওয়া আমাদের কাছে অত্যন্ত গর্বের। ”

Comments are closed.