৩১ আগস্ট অবসর, তার আগেই পুলিশ নিয়োগ বোর্ডের চেয়ারম্যান হলেন বীরেন্দ্র

অবসর গ্রহণের আগেই পুলিশ নিয়োগ বোর্ডের চেয়ারম্যান করা হল রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে জানায় নবান্ন।

৩১ আগস্ট অবসর নিচ্ছেন রাজ্য পুলিশের ডিজি। তাঁর আগে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে পুলিশ নিয়োগ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বও সামলাবেন বীরেন্দ্র।

উল্লেখ্য একুশে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পরিচালনার দায়িত্ব নেওয়ার পরেই বীরেন্দ্রকে রাজ্য পুলিশের ডিজির পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। ভোটের আগে বিরোধীরা তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনে। ৯ মার্চ বীরেন্দ্রকে সরিয়ে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল, তাঁকে এমন কোনও পদে রাখা যাবে না যা ভোট পরিচালনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিলেন তৃণমূল নেত্রী। কমিশনের নির্দেশের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন জনসভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ক্ষমতায় ফিরলেই তিনি পুরোনো পদে অফিসারদের ফিরিয়ে আনবেন। ডিজির পাশাপাশি এডিজি আইন শৃঙ্খলা পদ থেকেও জাভেদ শামিমকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন।

তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই পুরোনো পদে বীরেন্দ্রকে ফিরিয়ে আনেন মমতা ব্যানার্জি। রাজ্য পুলিশের ডিজি হন ১৯৮৫ ব্যাচের আইপিএস বীরেন্দ্র। এবারে তাঁকে পুলিশ নিয়োগ বোর্ডের চেয়ারম্যান করল রাজ্য সরকার।

Comments are closed.