পঞ্চায়েত ভোটের আগেই বাংলা জুড়ে আরও বাড়ছে ‘সুফল বাংলা’র স্টল

রাজ্যে আরও সুফল বাংলার স্টল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দফতর৷ পঞ্চায়েত ভোটের আগেই জেলায় জেলায় সুফল বাংলার স্টল বাড়ানো হবে জানা গিয়েছে। বৃহস্পতিবার কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার খাদ্য ভবনে কৃষি আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন। এই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় সব জেলায় গড়ে তোলা হবে সুফল বাংলার স্টল।

পাশাপাশি বৈঠক থেকে বলা হয়েছে, কৃষক মান্ডির কাজ তাড়াতাড়ি শেষ করে সবজি সংরক্ষণ করা হবে। এরপর সুফল বাংলা মাধ্যমে সেইসব জিনিস বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে। ২০১৪ সালে চালু হয়েছিল সুফল বাংলা প্রকল্প। এই প্রকল্পে কয়েকটি মাত্র স্টল চালু ছিল। এবার বাংলা জুড়ে আরও স্টল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সুফল বাংলায়। সুলভ মূল্যে সাধারণ মানুষ যাতে বাড়িতে তাজা শাক সবজি পায়, সেইজন্য চালু হয়েছিল সুফল বাংলা প্রকল্প।

কৃষিজ বিপণন দফতরের আওতায় থাকা এই প্রকল্পে সাধারণ মানুষের পাশাপাশি কৃষকদের ফসলের সঠিক দাম পাইয়ে দেওয়াও উদ্দেশ্য ছিল সরকারের। সুফল বাংলা স্টলে আলু, পেঁয়াজ, আদা, রসুন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় খাবার পাওয়া যায়। সরকার কৃষকদের থেকে সরাসরি দ্রব্য ক্রয় করে। এই প্রকল্প শুরু হয়েছিল মাত্র ১৪ টি মোবাইল স্টল দিয়ে। এখন ৬১ টি ভ্রাম্যমাণ গাড়ি চলে সুফল বাংলার।

Comments are closed.