দেশের ২১টি বিশ্ববিদ্যালয় ভুয়ো, জানিয়ে দিল UGC; কলকাতাতেও রয়েছে দুটি  

ভুয়ো আইএএস, উকিল, সাংবাদিক, ডাক্তারের পর এবার ভুয়ো বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলে পড়ুয়াদের সার্টিফিকেটের কোনও মান্যতা থাকবে না। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে এমনই ২১টি বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ করা হল। উল্লেখযোগ্য বিষয়, তালিকাতে কলকাতারও দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে। 

কলকাতার দুটি বিশ্ববিদ্যালয় হল চৌরঙ্গী রোডের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন এবং ঠাকুরপুকুরের ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ। এছাড়াও তালিকাতে রয়েছে দিল্লির ৮ টি বিশ্ববিদ্যালয়, উত্তরপ্রদেশের ৪টি, ওড়িশার দু’টি, কর্ণাটকের ১টি, কেরলের ১টি, মহারাষ্ট্রের ১টি, অন্ধ্রপ্রদেশের ১টি এবং পুদুচেরির ১টি বিশ্ববিদ্যালয়। 

UGC-এর তরফে জানানো হয়েছে, এই বিশ্ববিদ্যালয়গুলো তাদের কোনও গাইড লাইন মেনে চলে না। UGC-এর তরফে সাফ বলা হয়েছে, তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো পড়ুয়াদের কোনও সার্টিফিকেট দিতে পারবে না। 

Comments are closed.