ফের জাতীয় স্তরে পুরস্কৃত রাজ্যের প্রকল্প, ‘অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স’পেল দুয়ারে সরকার 

জাতীয় স্থরে ফের স্বীকৃতি পেল রাজ্য সরকারের প্রকল্প। কম্পিউটার সোসাইটি অব ইন্ডিয়ার ১৯ তম প্রজেক্টে ই-গর্ভন্যান্স পরিষেবার জন্য ‘অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স’ পেল মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকার প্রকল্প। সোমবার তৃণমূলের তরফে ট্যুইট করে এই খবর প্রকাশ্যে আনা হয়। 

তৃণমূলের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে লেখা হয়, মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মস্তিষ্কপ্রসূত ‘দুয়ারে সরকার’ প্রকল্পটি ই-গভার্নেন্স পরিষেবার জন্য  কম্পিউটার সোসাইটি অব ইন্ডিয়ার ১৯তম প্রজেক্টে ‘অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স’ পুরস্কারে পুরস্কৃত হয়েছে। 

https://twitter.com/AITCofficial/status/1477904946871762946?t=6sjgYdqhwWzLQwPS5jKIMw&s=19

এই প্রথম নয়। এর আগেও রাজ্যের একাধিক প্রকল্প দেশ তথা বিশ্বের দরবারে পুরস্কৃত হয়েছে। বিভিন্ন বিভাগে একাধিকবার ‘স্কচ অ্যাওয়ার্ড’ পেয়েছে রাজ্য। উল্লেখ্য একুশের বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুয়ারে সরকার প্রকল্পের কথা ঘোষণা করেন।

তৃতীয়বার ব্যাপক আসনে জিতে আসার পর রাজ্যজুড়ে দ্বিতীয় দফায় শুরু হয় দুয়ারে সরকার শিবির। শিবির শুরু হতেই ব্যাপক মানুষ ক্যাম্প থেকে উপকৃত হন। ইতিমধ্যেই রাজ্যে দু’দফায় দুয়ারে শিবিরের কাজ হয়ে গিয়েছে। তৃতীয় দ’ফায় জানুয়ারি মাস থেকে শিবির শুরু হওয়ার কথা ছিল। তবে কোভিডের সংক্রমণ বাড়ায় তা আপাতত এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। 

Comments are closed.