রাজ্যের বাকি পুরসভাগুলিতে ৩০ এপ্রিলের মধ্যে ভোট, হাইকোর্টে জানাল রাজ্য

রাজ্যে মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলিতে ৩০ এপ্রিলের মধ্যে ভোট। হাইকোর্টকে এমনই জানালেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখার্জি। ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভা নির্বাচন। এই বিজ্ঞপ্তি বৃহস্পতিবার সকালেই জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য বিজেপি। বিজেপির প্রশ্ন মামলা আদালতে চলাকালীন ভোটের তারিখ ঘোষণা হল?

উল্লেখ্য, কয়েক সপ্তাহ  আগে কলকাতা হাই কোর্টে পুরভোট নিয়ে একটি জনস্বার্থ মামলা করেন বিজেপি নেতা প্রতাপ ব্যানার্জি। রাজ্যের সব কটি পুরসভায় বকেয়া ভোট এক সঙ্গে করানোর দাবি ছিল। এই মামলার শুনানিতে হাইকোর্ট নির্বাচন কমিশনের আইনজীবীকে প্রশ্ন করে, সব পুরসভায় একসঙ্গে ভোট কেন হচ্ছে না না বলে প্রশ্ন করে।  জবাবে কমিশনের আইনজীবী বলেন, এই বিষয়ে হলফনামা জমা দেওয়া হবে।

এদিন অ্যাডভোকেট জেনারেল বলেন, আদালতের কাছে জমা দেওয়া হলফনামাতেই বলা হয়েছিল ১৯ ডিসেম্বর কলকাতার পুরভোট করাতে চায় কমিশন। কলকাতায় যেহেতু বেশিরভাগ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। কলকাতার চিকিৎসা পরিষেবা ভালো। তাই কলকাতায় আগে ভোট হচ্ছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে রাজ্যের মেয়াদ উত্তীর্ণ ১১৭ টা পুরসভাগুলিতে ভোট সম্পন্ন করতে চাইছে। সোমবার এই মামলার শুনানি হবে। দুপক্ষের বক্তব্য শোনার পরে প্রধান বিচারপতি বিজেপির আইনজীবীকে এ বিষয়ে নতুন করে আবেদন জমা দিতে বলেন।

Comments are closed.